এখন সময় এসেছে বলার তাই বলছি,
চিৎকার করে প্রতিবাদের মুখ খুলছি l
অন্যায় অবিচার জুলুমের রাজ্যে-
আমার,তোমার,আমাদের বসবাস,
এতো দিন এতো কাল মুখ বুজে সব সইছি l


জীবনের যাতনায় বিষন্নতার কালো ছায়া,
চলার পথে বিলীন হলো শত মায়া l
আর কত সইবো অনিয়ম,
দুর্নীতি করে নেতা নেত্রীর বেড়ে যায়-
গলাবাজীর বলিয়ম l
দেশ প্রেম যদি হয় শাসকের ধর্ম,
তবে কেন মানুষ মরে এই কেমন কর্ম ?
মিথ্যে আশ্বাসে ফিরবোনা,
লড়াই চালিয়ে যাবো-
যতদিন আমি না হয় মরছি l
এখন সময় এসেছে বলার তাই বলছি,
চিৎকার করে প্রতিবাদের মুখ খুলছি l

আর নয় ক্রন্দন আর নয় বলিদান,
দাবি আদায়ে হবো বলীয়ান l
ঘুম থেকে জেগেছি,রাজপথে এসেছি,
দাবি দাবা আদায়ে সচেষ্ট হয়েছি  l
মনের আগুন নিভিয়ে-
এবার ফিরে যাবো ঘরে,
যে আগুনে এত দিন জ্বলছি l
এখন সময় এসেছে বলার তাই বলছি,
চিৎকার করে প্রতিবাদের মুখ খুলছি l


রচনাকাল ০৬/০৯/২০১৮ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক l
—————————————————————————