আমি বাঙালি আমি বাংলাদেশী আমি বিশ্বময় !
আমি স্বপ্ন দেখি আমি স্বপ্ন বুনি করি বিশ্ব জয় !


আমি করি চিৎকার দাবি আদায়ে,
নির্যাতিত নিপীড়িত জনতার পাশে দাঁড়িয়ে l
আমি ক্ষ্যান্ত হবোনা চালিয়ে যাবো হুঙ্কার,
শোষকের বিরুদ্ধে অবিচল থেকে l
মুষ্টিবদ্ধ হাত জাগিয়ে তুলবো আবার,
ছিনিয়ে আনবো আমার অধিকার l
আমি করিনা কারো লাল রক্ত চক্ষুকে ভয় !
যতই বাহিনী দিয়ে সৃষ্টি করো মহা-প্রলয় !
আমি বাঙালি আমি বাংলাদেশী আমি বিশ্বময় !
আমি স্বপ্ন দেখি আমি স্বপ্ন বুনি করি বিশ্ব জয় !


আমি স্বাধীনতার পরিপূর্ণ ঘ্রান নিতে চাই !
কেউ কি বলতে পারো-
আমার বাকস্বাধীনতা কোথায় ?
কোথায় আমার মুক্তি ?
কোথায় আমার বাহুবল শক্তি ?
আমি আর পরাধীন থাকতে চাইনা !
এখনি সময় উম্মুক্ত পথ চলার,
শৃঙ্খল ভেঙ্গে শাসকের আসন ছিনিয়ে নেওয়ার l
আর নয় পিছিয়ে থাকা কেঁড়ে আনবো মহা-বিজয় !
আমি বাঙালি আমি বাংলাদেশী আমি বিশ্বময় !
আমি স্বপ্ন দেখি আমি স্বপ্ন বুনি করি বিশ্ব জয় !


আমি শত্রুর মোকাবেলায় হবো বলীয়ান
ছিনিয়ে আনবো আমার স্বাধীনতার মান
আমি আর পরাধীন থাকবোনা
কারো অন্যায় হুঙ্কারে আমি ভাঙ্গবোনা
আমার জন্ম হয়েছে কাঁদতে কাঁদতে
না হয় আরো একটি বার কাঁদবো
চোখের পানিতে নব্য স্বৈরাচারিনীদের
আগুনের পুলকি নিবিয়ে দিবো !
জীবন দিবো তবু মান দিবোনা
সুখ শান্তি প্রতিষ্ঠায় তৈরী করবো মহা-বলয় !
আমি বাঙালি আমি বাংলাদেশী আমি বিশ্বময় !
আমি স্বপ্ন দেখি আমি স্বপ্ন বুনি করি বিশ্ব জয় !


রচনাকাল ০৭/০৪/২০১৭ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক ৷
---------------------------------------