হতাশায় নিমজ্জিত এই আমি,
কেন জানি আজ বাকরুদ্ধ !
কেন জানি বোবা কান্নায় কাঁদি প্রতি নিয়ত I
হতাশা আমায় গিরে আছে চারিদিকে,
যে খানে হাত রাখি হয়ে যায় ধুলো বালি।
আমার বিবেক তাড়া করে,
তুই এক দূর্ভাগা পাপি ব্যক্তি জীবনে !
প্রশ্ন আমার বিধাতার কাছে,
পদে-পদে এত কষ্ট দিবে তবে কেন পাঠালে ?
আমি ফিরতে চাই তোমার তরে,
এ ভাঙ্গা কপাল নিয়ে জ্বলবোনা আর দাবানলে !
প্রত্যাশিত স্বপ্ন যখন দুঃস্বপ্নে তলিয়ে যায়,
তোমার নির্দেশে তবে কেন আমাকে-
পুতুলের ন্যায় রেখে দিলে ?
আমি থাকতে চাইনা,এক মূহুর্ত,
ঈমানের সহিত আমায় নিয়ে যাও তুলে ।
..................................................................