বাংলা আমার মাতৃভূমি,
বাংলা আমার দেশ ৷
বাংলা আমার মায়ের আকুতি,
বাংলা আমার স্বদেশ ৷
বাংলা আমার লিখা কবিতার,
শিরোনাম বিশেষ ৷
বাংলা আমার জীবন মরণ,
বাংলা আমার শেষ ৷


সবুজ ঘাসের বুকে যেন,
ফুঁটে আছে সূর্য ৷
রক্ত দিয়ে কেনা মোদের,
লাল সবুজের বৃত্ত ৷
তোমরা রেখো যতন করে,
লক্ষ প্রানের বিনিময়ে-
পেয়েছি যে তারে ৷
সে যে আমার মায়ের মাথার,
গচ্ছিত সেই কেশ ৷
বাংলা আমার মাতৃভূমি,
বাংলা আমার দেশ ৷


আমার বোনের চোখের জলে,
ভাসে শাড়ীর আঁচল ৷
কত মা, বোন জ্বলে-পুড়ে,
হয়েছে আজ অচল ৷
তারা যেন মোদের কাছে,
পুর্নিমারী চাঁদ ৷
দেশের তরে ত্যাগ করেছে,
স্বামীর হাতের সোহাগ ৷
বুকের তাজা রক্ত দিয়ে,
শেষ করেছে ক্লেশ ৷
বাংলা আমার মাতৃভূমি,
বাংলা আমার দেশ ৷
------------------------
রচনাকাল   ২০০৯ ইং
নিউ ইয়র্ক ৷