শুভ নববর্ষ অতীতে যত ঘৃণা আছে,
আছে যত ঘৃণ্য কর্ম,রাগ-বিরাগ,মান-অভিমান
এসো ভুলে যাই সকল বিমর্ষ কর্ম !
দুয়ে মুছে পরিষ্কার করি মনের ভিতর জমে থাকা
কুৎসিত জংক ও গ্লানিকে,যত খারাপি শত ভুল স্বীকার করে-
ক্ষমা চেয়ে ফিরে আসি প্রিয় জনের আঙ্গিনায় ৷
জাত-কুজাত,ধনী-গরিব,মালিক-শ্রমিক,রাজা-প্রজা,
মিলে মিশে একাকার হই বৈশাখী এই শুভ ক্ষনে ৷
ধন সম্পদের অহমিকার অবসান হোক আজকের এই দিনে,
সর্বত্র ছড়িয়ে পড়ুক ভালবাসা আর ভালবাসা
পৃথিবীটা হয়ে উঠুক প্রেমময় উদ্যান I
নব বর্ষের আগমনী হাওয়া সকল দুর্গন্ধকে ম্লান করে,
সুগন্ধ ছড়িয়ে দিক গ্রামে-গঞ্জের মাঠে-ঘাঠে,শহরে-বন্দরের
অলিতে-গলিতে,জেলায়-উপজেলায় অফিস আদালতে
বিভাগীয় শহর ও সর্বোচ্চ রাজধানী তিলোত্তমা ঢাকাতে ৷
শান্তির পরশ লাগুক রাজনীতিতে !
সংসদীয় আচরণ বলবৎ  থাকুক জাতীয় সংসদে ৷
হিংসা-বিদ্ধেষ,হানা-হানি,ইতিহাস বিকৃতি করণের জানা-জানি,
তৈল মর্দন আর গলাবাজীর অবসান সময়ের দাবি ৷
নতুন শপথে শপথ করি জীবন দিয়ে হলেও-
পতাকা ও স্বাধীনিতার মান সমুন্নত রাখবো ৷
বাক স্বাধীনতা,লিখার অধিকার ফিরিয়ে দিবো,
পরাধীনতার শৃঙ্খল রাখবোনা ৷
সকল নাগরিকের নাগরিক অধিকার নিশ্চিত করবো ৷
সংসারে,সমাজে,রাষ্ট্রে সকল ধরণের অবৈধ কার্যকলাপ-
বন্ধে অগ্রণী ভূমিকা রাখবো ৷
সদা সত্য কথা বলিব ন্যায়ের পথে চলিব ৷
দেশের প্রচলিত ঘুষ প্রথাকে না বলি !
জঙ্গি ও সন্ত্রাস দমনে অঙ্গীকার করি সেই যেই হোক
জানা থাকলে তাহাকে পুলিশে সোপর্দ করি ৷
আত্মঘাতী হামলা থেকে নিজে বাঁচি দেশ এবং জাতিকে বাঁচাই ৷
সামাজিক ব্যাধি যৌতুক কে না বলি !
এই হোক আজকের দিনের বৈশাখী শপথ
ও নববর্ষের শান্তির পরশ মাখা শুভেচ্ছা শান্তিকামী মানুষের তরে ৷


রচনাকাল: ১৩/০৪/২০১৭ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক ৷
--------------------------------------------