যে জন্মেছে এই ভবে,
সে তো একদিন প্রকৃতির নিয়মে
হাঁটি হাঁটি পা,পা করে বড় হবে
লেখা পড়া করে মানুষের মত মানুষ হয়ে
দেশ ও জাতির কল্যানে
সঠিক ভূমিকায় খেদমতে রবে
অনেকে আবার উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে
অমানুষ হয়ে যাবে !


এমন নজির আমার দেশে
চোখ খুলে তাকালে দেখা মিলে
ভালোর চেয়ে খারাপের পাল্লা ভারী
পরিবার,সমাজ,দেশ  
আজ ধ্বংসের দ্বারপ্রান্তে তিলে তিলে !


সুদ,ঘুষ,চাঁদাবাজি
চারিদিকে অনিয়ম দুর্নীতি  
এই বিনা পুঁজির ব্যবসা বন্ধ করে কে !
কার বা সাধ্য আছে ?


দুর্নীতি আজ সোনার বাংলার
রন্দ্রে-রন্দ্রে ঠাঁই পেয়েছে !
কালো টাকাও আজ নির্ভয়ে সাদা হয়
জাতীয় সংসদে আইন হয়েছে !
আমিতো বলবো এ-তো আইন নয়,
দেশের মাথায় পচন ধরেছে !
রঙ তামাশার এই দুনিয়ায় হাঁটে,মাঠে,ঘাটে
নির্লজ্জতার আজব মেলা জমেছে !


ওরে ভাই চোখ দুটো বন্ধ করে
একটু হিসাব কষ,
সৃষ্টি কর্তা কেন সৃষ্টি করলেন ?
একটু চিন্তায় বস


যার সূচনা হয়েছে
একদিন তারও পরিসমাপ্তি ঘটবে
ইহা মহান রবের শাস্বত চিরন্তন বিধান,
জন্মিলে মরিতে হবে


রচনাকাল ৩১ ডিসেম্বর ২০২০ ইং
ব্রুকলিন, নিউ ইয়র্ক
—————————————————————-