এক মহান নেতা
- মোঃ লুৎফুর রহমান


তুমি আমার দেখা এক মহান নেতা,
চির সত্য, চির উপমা,শুধু তোমার ক্ষমতা ৷


তুমি গর্ব করার মত,
দুর্যোগে তুমি,বস্তিতে তুমি-
মাটিতে তুমি,বন্যার পানিতে তুমি !
কখনো আবার দেখেছি,
তুমি সাঁকো পার হয়ে ওপারে যেতে !
পল্লীতে-পল্লীতে ঘুরে,
অর্জন করেছো পল্লী মায়ের মমতা ৷
তুমি আমার দেখা এক মহান নেতা,
চির সত্য, চির উপমা,শুধু তোমার ক্ষমতা ৷


রাষ্ট্র প্রধান ছিলে তুমি,
ছিলনা ক্ষমতার দম্ভ ৷
তোমার কর্ম চিরদিন বেঁচে রবে,
বাংলার আনাচে-কানাচে-
অলিতে-গলিতে,জেলায়-উপজেলায় !
তুমি আমাদের সম্বল ৷
তুমি পারোনা হারতে,
তোমাকে চাইনা হারাতে ৷
বেঁচে থেকো হাজার বছর,
তোমার কীর্তির মাঝে ৷
আমরা তোমায় নিয়ে স্বপ্ন দেখি,
স্বপ্নের পরিধি জুড়ে শুধু তোমার সম্পৃক্ততা ৷
তুমি আমার দেখা এক মহান নেতা ৷
চির সত্য, চির উপমা,শুধু তোমার ক্ষমতা ৷


এখনো পল্লী গ্রামে তোমার ছোঁয়া,
নিজ সকিয়তায় ফুটে উঠে ৷
তোমার সেবা যাহারা পেয়েছে,
এখনো বলে খুঁটে-খুঁটে ৷
নিঃশ্বাস পেলে, বিঃশ্বাস করে,
তুমি যদি আসতে ফিরে আবার ক্ষমতায় ৷
অভাব অনটন দূর হয়ে যেত,
কিছুই থাকতনা তোমার সোনার বাংলায় ৷
তুমি আহত যাত্রীদের রক্ত দিয়ে !
হয়েছো রক্ত দাতা ৷
তুমি আমার দেখা এক মহান নেতা,
চির সত্য, চির উপমা,শুধু তোমার ক্ষমতা ৷


রচনাকাল : ১৬/০৯/২০১৩ ইং
----------------------------------------------