কালো কাপড়ে মোড়ানো হাত পা বাঁধা
গণতন্ত্র আজ সমাহিত লাশের খাটিয়ায়
নিয়ে যাচ্ছে জোর পূর্বক গোরস্থানে
ওরা দিবে আমায় মাটি চাপা
ও আমার স্বাধীনতা আমি বাঁচতে চাই
আমি হারবোনা স্বৈরাচারিনীর চত্র ছায়ায় ৷


বহু কষ্টে অর্জিত আমার অধিকার
আমি গণতন্তের নির্ভীক সৈনিক
আমি সশস্র যুদ্ধা আমি জ্বলে উঠা হাতিয়ার
আমি গর্জে উঠা বাঙালি
আমি সিপাহী আমি আনসার
আমি অস্র হাতে সীমান্তে
আমার মায়ের পাহাড়াদার
আমি বন্ধি গণতন্ত্রের মুক্তি চাই
আমি দিবোনা দিতে মাটি চাপায় ৷
ও আমার স্বাধীনতা আমি বাঁচতে চাই
আমি হারবোনা স্বৈরাচারিনীর চত্র ছায়ায় ৷


আমি ভয় করিনা রাজকন্যা
ভয় করিনা রাজরানী
আমার শক্তি আমার বল
আমি দেশ প্রেমিক গণতন্ত্রকামী
আমি চাইনা হাওয়া ভবনের যুবরাজ
চাইনা সুধা সদনের রাজপুত্র
ওরা ক্ষমতায় এলে
দুর্নীতিতে রাজনীতি হবে ক্ষতিগ্রস্ত
গণতন্ত্র হবে ব্যাহত
শাসনতন্ত্র চলে যাবে
মৃত্যুর আগেই জানাজায় ৷
ও আমার স্বাধীনতা আমি বাঁচতে চাই
আমি হারবোনা স্বৈরাচারিনীর চত্র ছায়ায় ৷


রচনাকাল ২৭/১১/২০১৭ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক ৷
--------------------------------------