সুখের ভাগ অনেকে নিতে রাজি,
দুঃখের ভাগ কেউ নিতে চায়না !
এই যদি হয় মানুষের স্বভাব,
পৃথিবী ব্যাপী ভাল মানুষের বড় অভাব !
একেকটা মানুষের আদলে,মুখোশের আড়ালে লুকিয়ে আছে জানোয়ার হায়েনা !
সুখের ভাগ অনেকে নিতে রাজি,
দুঃখের ভাগ কেউ নিতে চায়না !


স্বার্থের মোহে পড়ে কত অভিনয় কর
এই সব বাস্তবতার সাথে যায়না,
ধান্দাবাজি আর ছলচাতুরি
বাজারে এখন আর খায়না !
লোক চক্ষুর অন্তরালে গিয়ে
যাহা ইচ্ছে তাহা করে বেড়াও
হাতে নাতে ধরা খেয়ে
সত্য কে মিথ্যা দিয়ে ঢাকতে যেওনা l
সুখের ভাগ অনেকে নিতে রাজি,
দুঃখের ভাগ কেউ নিতে চায়না !


হৃদয়ের টান যদি স্বার্থের কাছে হেরে যায়,
এমন সম্পর্ক দিয়ে জীবন কাটা হবে বড় দ্বায় !  
হাত ধরেছি কখনো ছাড়বোনা
জীবন চলবে জীবনের মত
যতই আসুক ঝড় তুফান তেড়ে আসুক বাধা
নেমে আসুক যন্ত্রনা যত
এই যদি না হয় সম্পর্কের মূল চেতনা
শুধু ঠিকানা বিহীন গন্তব্যে পৌঁছানো
লোক দেখানো বাহানা l
সুখের ভাগ অনেকে নিতে রাজি,
দুঃখের ভাগ কেউ নিতে চায়না !


রচনাকাল ২৯/০৯/২০১৯ ইং
কুইন্স,নিউ ইয়র্ক l
———————————————————————————