লজ্জায় আজ মাথা নত,
রাজনৈতিক দেউলিয়াপনা দেখে ৷
আমার পতাকা আজ নতজানু,
প্রণব বাবুর ক্ষমতার সাধ মেখে ৷


রাজনীতি যদি এমন হয়,
তবে বিদায় নেওয়ার সময় এসে গেছে ৷
লজ্জা সরম আমারতো কিছু আছে-
তোমাদের না হয় নেই,
সব দিয়েছো প্রণব বাবুর কাছে বেছে ৷


এই জাতি বড় দুর্ভাগা,
ব্যক্তিত্ব,সম্মান আজ ভুলন্ঠিত ৷
ক্ষমতার মোহে সবাই দিশেহারা,
কোথায় দাঁড়াবে কোথায় হারাবে-
নেই কোন দাড়ি কমা !
শুধু লজ্জায় আমি পাগলপারা ৷


এই বুঝি ক্ষমতার নমুনা,
তাহলে শুকিয়ে যাক চল চল করে-
বয়ে চলা নদী পদ্মা,মেঘনা,যমুনা ৷
ফেটে চৌচির হয়ে যাক চৈত্র মাসের খরায়,
আমি চোখের জলে ভাসাবো-
এই দেশ এই মাটি এই ধরায় ৷


রচনাকাল ১৮/০১/২০১৮ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক ৷
------------------------------------------