যার হৃদয়ে-
প্রেমের হাওয়া লেগেছে,
ও - সে ভাল নেই ৷
যার প্রেমেতে-
বিরহ ব্যাথা এসেছে,
ও - সে ভাল নেই ৷
তারপর ও ভালবেসে যাবো,
ভালবাসাতে ক্ষতি নেই ৷


প্রেমের অপর নাম,
যদি মরণ হয় ৷
ভালোবেসে তবে কেন-
অনেকে অমর হয় ?
আমিও ভালবেসে অমর হয়ে-
স্মৃতির পাতায় বেঁচে থাকবো,
তাতে কোন ক্ষতি নেই ৷
যার প্রেমেতে-
বিরহ ব্যাথা এসেছে,
ও - সে ভাল নেই ৷


কাঙ্গাল হয়ে বেঁচে আছি,
প্রেমের মোহনায় ৷
ইতিহাস করেছি রচনা,
ভালবাসার আঙ্গিনায় ৷
চোখের জলে কাটাবো প্রহর,
তাতে কোনো অভিযোগ নেই ৷
যার হৃদয়ে-
প্রেমের হাওয়া লেগেছে,
ও - সে ভাল নেই ৷


রচনাকাল :  ২৪/০৭/২০১৩ ইং
নিউ ইউর্ক ৷