তোমার হিংস্রতা বড় ভয়াবহ !  
তোমার একেকটি বিষাক্ত থাবা
আমাকে দীর্ণ বিদীর্ণ করে !
আমার অতি পরিচিত মুখ গত হয়,
আর আমি নির্বিকার থেকে হজম করি !
আমার পরবাসী মন ডুকরে ডুকরে কাঁদে l
তোমার অহেতুক মরণ কামড় আমাকে হতাশ করে,
আমি ক্ষণিকে দুশ্চিন্তার সাগরে তলিয়ে যাই
আবার বাঁচার জন্য কূল হাতড়ে বেড়াই l
তারপরও কেন জানি বাঁচতে চাই,
আরো কিছু দিন বাঁচতে ইচ্ছে করে l
এই রঙিন পৃথিবীতে আরো কিছু স্মৃতি,
আরো কিছু প্রীতি,
তোমাদের দৃষ্টির সীমানায় না হয় রেখে যাই,
এখনো সময় হয়নি পৃথিবীকে বিদায় জানাই l
আমি একজন অতি সাধারণ,
হয়তো নেই আমার কোন প্রাপ্তি কিংবা অর্জন l
কিন্তু আমার সমস্ত ভাবনা জুড়ে তুমি,
তোমরা এবং এই পৃথিবী !
আমার আবেগী মন এতো দুর্বল,
একটুতে চোখের কোনে নেমে আসে জল l
যখনি কিছু ভাঙ্গতে যাই,
আমি নিজেই ভেঙ্গে-মুচড়ে পথ হারাই !
এই আমি যতই শক্ত হতে চাই
নরম হয়ে পরাজয় বরণ করে
প্রত্যেহ বিধাতার কাছে মাথা নোয়াই l
আর দুহাত তুলে পরিযাদ জানাই,
হে আল্লাহ,আমাদের তুমি রক্ষা করো
হতে সমস্ত কঠিন রোগ বালাই l


রচনাকাল ১১/০৬/২০২০ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক l
——————————————————————————--