মৃত্যুর দুয়ারে আমি আজ দাঁড়িয়ে !
আমার ও মন বলে তুমিও বটে ৷
কতদিন তোমায় আমি দেখিনা,
বড্ড দেখতে ইচ্ছে করে ৷
দূর-দুরান্তে বসে ভাবনা আসে,
আলোকিত আকাশ কেন মেঘে ডাকে ?
কাঁদে আমার মন তোমার তরে,
দুটি মন একীভূত হবে আবার কবে ?
হাসতে চাইলে পারিনা হাসিতে,
মন পড়ে রয় তোমারি চৌকিতে ৷
জোৎস্না ভরা রাত ভালো যে লাগেনা ৷
তুমি হিনা পুকুর পাড়ে !
অবহেলায় আজ আমি মর্মাহত,
তোমার হতে বহুদূরে ৷
যাচ্ছি কোথায় তোমায় ছেড়ে,
জানিনা মন পথ হারিয়ে ৷
পায়চারী করে কাটেনা সময়,
কে যেন হৃদয়ের জানালায় কড়া নাড়ে ৷
হতে পারে এই তুমি সেই তুমি,
যে আসে আমার কল্পনাতে ৷


রচনাকাল : ১৮/০৬/২০১৩ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক ৷ ৷