আমরা কি পেরেছি দিতে উপহার-
একটি নিরাপদ সড়ক ?
দুর্ঘটনার শিকার হয়ে,
কত মায়ের মুখ হয়েছে মলিন!
রাত-দিন ঘুমহীন কেঁদে কেঁদে,
সুখের স্বর্গ হলো নরক!
আজ যদি সড়ক হতো নিরাপদ,
কেন হারালাম জাহানারা কাঞ্চন ?
কেনই বা হারালাম গোলাম সারওয়ার-
তারেক মাসুদ আর মিশুক মনিরকে?
এ-ভাবে প্রতিদিন,
গাড়ির চাকার নিচে ছাপা পড়ে-
রক্তে রঞ্জিত রাজপথ।
আমরা কি পেরেছি দিতে উপহার-
একটি নিরাপদ সড়ক ?
এই যদি হয় অবহেলা শাষকের,
কে দিয়েছে এই অধিকার তাহাদের?
লাখো জনতা এগিয়ে এসো,
তাদের বিরুদ্ধে করি শপথ।
আমরা কি পেরেছি দিতে উপহার-
একটি নিরাপদ সড়ক ?
—————————————————