যদি তিলোত্তমা ঢাকা কে প্রশ্ন করো-
তুমি কার অবদান ?
তিলোত্তমা ঢাকা চিৎকার করে গাইবে,
পল্লীবন্ধুর নতুন বাংলার  জয়গান ৷


যদি সারা বাংলার রাস্তা,ঘাট,
ব্রিজ,কালভার্ট কে প্রশ্ন করো-
কে গড়েছে তোমায় ?
রাস্তা,ঘাট,ব্রিজ,কালভার্ট উত্তর দিবে,
একাশি থেকে নব্বই যে শাসক ছিল ক্ষমতায় l


যদি প্রশ্ন করো রেডিও টিভিতে পাঁচ ওয়াক্ত-
নামাজের আযান কে করেছিল প্রতিষ্ঠা ?
পাঁচ ওয়াক্ত আযান সুরে সুরে বলবে,
ইহা ছিল পল্লীবন্ধু এরশাদের একমাত্র প্রচেষ্টা l


যদি প্রশ্ন করো গরিবের হজ্বের দিন,
শুক্রবার কি ভাবে বন্ধ ঘোষণা এলো ?
শুক্রবার ও আওয়াজ দিবে-
আমি আছি তোমার সাথে,
পল্লীবন্ধু তুমি এগিয়ে চলো l


যদি রাষ্ট্রধর্ম ইসলামকে প্রশ্ন করা হয়,
তোমায় কে করেছে রাষ্ট্রধর্ম ?
কে দিয়েছে রাষ্ট্রীয় সম্মান ?
রাষ্ট্রধর্ম বলে দিবে হুসেইন মুহম্মদ এরশাদ,
গেয়ে যাবো আজীবন তোমার গুনগান l


যদি জেলা-উপজেলাকে প্রশ্ন করো,
কে ছিল তোমার রূপকার ?
জেলা-উপজেলা চিৎকার করে বলবে,
আজকে তোমরা যাকে কথায়-কথায়-
ডাক স্বৈরাচার !


যদি পথ কলি আর গুচ্ছ গ্রামকে প্রশ্ন করো,
তোমরা আবার কারা ?
পথ কলি আর গুচ্ছ গ্রাম কেঁদে বলবে-
এরশাদ ছাড়া আমরা এতিম,
ঘর-বাড়ি হীন চন্ন ছাড়া l


যদি বাংলা ভাষা কে প্রশ্ন করো,
সর্বস্তরে বাংলা ব্যাবহার কে করেছে প্রচলন ?
জবাব আসবে কিংবদন্তি এরশাদের নাম,
আমরা উনার কর্মের প্রতিফলন l


যদি বাংলাদেশ কে প্রশ্ন করা হয়,
কে করেছে তোমার উন্নতি ?
কে দিয়েছে তোমায় পূর্ণতা ?
বাংলাদেশ চিৎকার করে বলবে !
পল্লীবন্ধু এরশাদ তুমি ফিরে এসো,
আমি বহুদিন যাবৎ বয়ে চলছি তোমার শূন্যতা l


রচনাকাল ২২/০৩/২০১৮ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক l
—————————————————