এমন জীবন আমি চাইনি,
যে জীবনে সুখ বলে কিছু নেই ৷
এমন পৃথিবী আমি চাইনি,
যে পৃথিবীতে দুঃখ ছাড়া সুখ নেই ৷
এমন জীবন কেন দিলে আমায় ?
দুঃখ কে আলিঙ্গন করে বেঁচে থাকতে হয় ৷
আমি চাইনা এমন জীবন !
নিয়ে যাও আমায় তুলে নিয়ে যাও ৷
যেথায় আছে সুখ,
নিয়ে যাও তুলে আমায় সেই সেথায় !


খেলিওনা আর কানামাছি আমার সাথে,
কত আর সইবো আমি এ ভাবে ?
দেয়ালে পিঠ ঠেকে গেছে একেবারে,
কষ্ট দেওয়ার আর কি আছে ?
যদি পাপি হয়ে থাকি !
সাজা যদি দিতে হয় দিও কবরেতে !
আর যে পারিনা সইতে !
আর যে পারিনা বইতে !


তোমার ইশারায় যদি সবি হয়,
কেন এত কষ্ট দিলে ওগো দয়াময় ?
জীবনে নেই যে শান্তি !
প্রতিটি কদমে অশান্তি !
এত পরিক্ষা আমায় দিলে,
চন্নছাড়া জীবন আমার মরুভুমিময় ৷
------------------------
রচনাকাল    ২৭/০৮/২০১৩ ইং
নিউ ইয়র্ক ৷