আবার ফিরে এলাম,
তোমাদের মাঝে,
তোমাদের সাঝে নিজেকে সাঝাতে ৷
কবি হিসেবে নয়,
এসেছি তোমাদের কবিতার পাঠক হয়ে !
তোমাদের ছেড়ে গিয়ে,
নিজেকে বড় একা মনে হলো !
তাই আবারও ফিরে আসা,
অদৃশ্য ভালবাসার খোঁজে ৷


মানবতা আজ ক্ষমতার কাছে বন্দি,
মানব বিবেকের কাছে-
সব কিছু সমান মনে হলেও,
আসলে কিন্তু তা নয় !
এখানে জোর যার, মুল্লুক তার,
কে কার কথা শুনে !
মানুষের বানানো নীতিমালাকে-
অনেক গুরুত্বের সাথে নেওয়া হয় !
আর আল্লাহর ক্ষমতাকে অস্বিকার করে,
তার দেওয়া জীবন ব্যবস্থাকে-
বাক্সে বন্দি করে,
নিজেকে সব চেয়ে ক্ষমতাবান মনে করা
এক জাতীয় মুর্খের কাজ  !
তাই মুখ ফিরিয়ে না থেকে,
প্রতিবাদের ভাষা নিয়ে জয় চিনিয়ে আনতে
আবারও তোমাদের আসরে ফিরে আসা  ৷


পৃথিবীটা সমতল নয়,
আছে পাহাড়-পর্বত,উচু-নিচু
কিছু নির্বুদ্ধিহীন মানুষ মনে করে,
সব কিছু সমান সমান !
যদি তাই হত রাজা আর প্রজার মধ্যে-
কেন এত ব্যবধান ?
--------------------------
রচনাকাল ১৩/০৫/১৪ ইং
নিউ ইয়র্ক ৷