একত্রিত হও বাঙালি,
একত্রিত হও !!
যেমনি করে হয়ে ছিলে-
একাত্তরে,
পাক-হানাদের তাড়িয়ে ছিলে-
যুদ্ধ করে,
মুক্ত করে ছিলে যে দেশ
জীবন দিয়ে,
এখনও যে, সে দেশ খানি
শত্রু মুক্ত নও !!
একত্রিত হও বাঙালি,
একত্রিত হও !!


আবার শপথ লও বাঙালি,
আবার শপথ লও !!
রাজাকার মুক্ত-
বাংলাদেশ চাই,
বজ্রকন্ঠে কও !!
নর পিশার্চ, জুলুম বাজদের-
তাড়াও এ দেশ থেকে,
দুর্ভাগা বাঙালি জাতি,
দেশের শত্রু,জাতির শত্রু-
আর কত কাল ভও !!
একত্রিত হও বাঙালি,
একত্রিত হও !!


চিৎকার করে কও বাঙালি,
চিৎকার করে কও !!
একটা-একটা রাজাকার খোঁজ
আর পুলিশের হাতে দাও !!
দল মত নির্বিশেষ-
ঝাঁপিয়ে পড় !!
রাজাকার মুক্ত বাংলাদেশ চাই
আওয়াজ তোল,
ত্রিশ লক্ষ শহীদের-
রক্তে কেনা এ-দেশে
যদি দেশদ্রোহী না চাও !!
একত্রিত হও বাঙালি,
একত্রিত হও !!
———————————————
রচনাকাল ১৬/১২/১২ ইং
নিউ ইয়‍র্ক