এই ধরণীতে তুমি ছিলে ,
তুমি আছো আজও -
তুমি থাকবে !
যত দিন চায় ঐ বিধাতায় ৷


তুমি আছো বলে,
আমি বেঁচে আছি ৷
তুমি আছো বলে,
আজো স্বপন দেখি ৷
তুমি আছো বলে,
নির্ভয়ে ঘুমিয়ে থাকি ৷
তুমি আছো বলে,
হুংকার দিয়ে ডাকি ৷
এসো তরুণ সমাজ ?
এসো যুব সমাজ ?
নেতার ডাকে সাড়া দিই ৷
দেশ বাঁচাতে এগিয়ে আসি,
আজ তোমার আমার দেশ-
বড় অসহায় ৷
এই ধরণীতে তুমি ছিলে,
তুমি আছো আজও -
তুমি থাকবে !
যত দিন চায় ঐ বিধাতায় ৷


তুমি আমার নেতা,
তুমি তাদের নেতা-
তুমি সবার নেতা !
একবার শুধু ডাকো,
দেশ বাঁচাতে হুংকার আঁক ৷
তুমি পাবে সাড়া,
তারা খাবে নাড়া ৷
যে দিকে তাকাবে,
সবাই হাত নাড়াবে ৷
চাইবে সবাই তোমায়,
আবার দেখতে ক্ষমতায় ৷
এই ধরণীতে তুমি ছিলে ,
তুমি আছো আজও -
তুমি থাকবে !
যত দিন চায় ঐ বিধাতায় ৷
----------------------
রচনাকাল : ০২/১২/২০১২ ইং
নিউ ইউর্ক ৷