নব উদ্যমে এগিয়ে যাও,
সবার তরে হাত বাড়াও ।
ফিরিয়ে নিয়ে এসো,
সকল আশার তরী ।
বহু গুনে গুনান্নিত,
তোমার কর্ম গুলি ।
তুমিই পার সফলতা দিয়ে,
বাঁচাতে এই দেশটা ।
আবার ফিরে পাবো সু-শাসন,
যদি থাকে তোমার চেষ্টা ।
লক্ষ্য যদি থাকে স্হির,
কেন পারবোনা এগিয়ে যেতে ?
সকল ভয় ভীতি পিছনে রেখে,
বীরের মত যাবো এগিয়ে ।
তবেই হবে আমাদের জয়,
আমাদের চেষ্টার হবে প্রমাণ ।
আমরা কি পারি, কি পারিনা,
দেখিয়ে দিবো এ জগৎকে ।
আঁধার দূর করে,
আলো নিয়ে আসবো ফিরে ।
অবহেলিত এ-দেশটাকে,
গড়বো আবার নতুন করে ।
তাই তো তোমায় করি আহ্বান,
লাঙ্গল নিয়ে চষে বেড়াও প্রতিটি গ্রাম ।
গ্রাম বাসী তাকিয়ে আছে,
নেতা তোমার প্রতিক্ষায় ।
এসো আবার ফিরে এসো,
বিশাল বিশাল জন-সভায়।
সকল কে বলে যাও,
নতুন বাংলা গড়ার কথা ।
সবাই কে বল তোমায় কথা দিতে,
সকলের প্রতি এ দাবী জানাও ।
নব উদ্যমে এগিয়ে যাও,
সবার তরে হাত বাড়াও ।
ফিরিয়ে নিয়ে এসো,
সকল আশার তরী ।
বহু গুনে গুনান্নিত,
তোমার কর্ম গুলি ।


রচনাকাল ২০১২ ইং
নিউ ইয়‍র্ক ।