কোথায় আছো ? কেমন আছো ?
মা তুমি জাগিয়া ৷
ক্ষুধা পেলে না খেয়ে থাকো,
আমার পথ পানে চাহিয়া ৷
আমি যে আজ,
তোমার হতে বহুদূরে ৷
আমার ও প্রাণ কাঁদে,
তোমাকে স্বপ্নে দেখিয়া ৷


আমার নয়ন ভাসে চোখের জলে,
বুকের ভিতর ছিন-ছিন করে !
না জানি মাকে, না দেখে,
চলে যেতে হয় আমায় কবরে তে ৷
আমার স্বপ্ন করিও পূর্ণ,
আমার মায়ের অনুমতি চাহিয়া ৷
কোথায় আছো ? কেমন আছো ?
মা তুমি জাগিয়া ৷


আমার আগে মায়ের মৃত্যু হলে,
আমাকে খবর দিও !
এক নজর দেখিতে,
জানাযা শেষে দিওগো কবর-
বাবার পাশে ৷
করিব দোয়া নামাজ শেষে,
অন্যদেরকে কবর দিও,
কাতার বন্ধি করে ৷
মায়ের পাশে আমার জন্য,
এক কবর পরিমান খালি রাখিয়া ৷
কোথায় আছো ? কেমন আছো ?
মা তুমি জাগিয়া ৷
-----------
নিউ ইয়র্ক
তাং ২০/০৬/২০১৩ ইং