যে পৃথিবীর সব সৌন্দর্যের সঙ্গী,
সে আমার হৃদয় হরণ কারিনী ৷
যে সুরুচির শান্ত,স্নিগ্ধ প্রতিমূর্তি,
সে আমার প্রাণ সজনী ৷
যে কিনা এমন ঝড়ের ফুলের মত,
উড়ে এলো, উড়ে এলো-
আমার হৃদয় মন্দিরে ৷
যে অনাবিল সুখের আনন্দে,
দিন যায় রাত আসে ৷
দুই হৃদয়ে বসন্ত জাগে,
একে-একে নক্ষত্ররা ঝরে পড়ে ৷
কিন্তু ঈশ্বর আমাদের,
এত আনন্দ সইলো না ৷
আমি আল্লাহকে মানি,
এই বিশ্ব যে কোন মহৎ অদৃশ্য-
শক্তির দ্বারা নিয়ন্ত্রিত তা মানি ৷
যে শক্তি পাখির গলায় সুর দিয়েছে,
প্রজাপতির ডানায় রঙ,আর-
ফুলের মাঝে কোমলতা,
নারীর হৃদয়ে প্রেম, তাকে মানি ৷
কিন্তু সে যে তার সৃষ্টিকে-
দুঃখের সাগরে ভাসাতে পারে !
তা মানতে চায়না এ অবুঝ মন,
তাই ঘটেছিল আমার জীবনে ৷
----------------------
রচনাকাল ২০/০৫/২০১৪ ইং
নিউ ইয়র্ক ৷