স্বাধীনতার ডাক দিয়েছো জিয়া,
চট্রগ্রামে কালুর ঘাটে-
বেতার কেন্দ্রে গিয়া ৷
তোমার ডাকে সারা দিয়ে,
হাত মিলিয়ে হাতে-হাতে ৷
লক্ষ-লক্ষ মুক্তি যুদ্ধা,
এসেছিল মুক্তি যুদ্ধে ৷
জীবন বাজী নিয়া,
জিয়া তুমি জিয়া ৷


তুমি হলে দেশও প্রেমিক,
ঘোষণা পাঠ করিয়া ৷
সৈনিক থেকে নেতা হলে,
দুঃষ সময়ে আসিয়া ৷
স্বাধীনতার যুদ্ধে তুমি,
অংশ গ্রহণ করিয়া ৷
বাংলার পতাকায় তুমি,
রয়েছো যে জাগিয়া ৷
স্মৃতির পাতায় রবে অম্লান,
জিয়া তুমি জিয়া ৷


শাষক হয়ে শাষন করলে,
জীবন বাজী নিয়া ৷
বাংলাদেশের গরিভ দুঃখীর,
মুখের পানে চাইয়া ৷
জীবন দিয়ে দেশ বাঁচালে,
চট্রগ্রামে গিয়া ৷
দেশের তরে জীবন দিয়ে,
হাসতে-হাসতে বিদায় নিলে ৷
এ-ভুবন ছাড়িয়া,
জিয়া তুমি জিয়া ৷
---------------
রচনাকাল ০৭/০৮/২০০৮ ইং