পল্লীবন্ধু তুমি,
শেরে বাংলা ফজলুল হকের একমাত্র প্রতিচ্ছবি ৷
যার হুঙ্কারে অবিভক্ত ভারত বর্ষের শাসক,
ভয়ে কম্পিত হতো ৷
যার ঐতিহাসিক প্রস্তাবনায় ভারত বর্ষ বিভক্ত হয়,
শুরু হয় নবরূপে মুসলিম জাতির পথচলা ৷
তুমি পারো বলতে দিব্ধাহীন কন্ঠে,
ফজলুল হক মানে শেরে বাংলা !


পল্লীবন্ধু তুমি,
হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দীর সংগ্রামী চেতনা ৷
যার হাতে গড়ে উঠেছিল,
বঙ্গবন্ধুর মত বৈচিত্রময় নেতৃত্ব ৷
যার আদর্শে বঙ্গবন্ধুর রাজনীতির সূচনা,
তুমি পারো বলতে দিব্ধাহীন কন্ঠে,
হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী মানে রাজনীতির পিতা ৷


পল্লীবন্ধু তুমি,
মওলানা ভাসানীর বিপ্লবী কণ্ঠ ৷
যে নাকি ছিল অত্যাচারী শাসকের -
একমাত্র কাঁটা তারের বেষ্টনী ৷
যার আন্দোলনের ফসল ভোগ করে এখনও,
এ দেশের কৃষক শ্রমিক মেহনতি জনতা ৷
তুমি পারো বলতে দিব্ধাহীন কন্ঠে,
মওলানা ভাসানী মানে মজলুম জননেতা !


পল্লীবন্ধু তুমি,
বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসুরী ৷
যার কারণে পেয়েছি আমরা,
লাল সবুজের পতাকা ৷
তার ত্যাগী মহিমায় আরো পেয়েছি-
এক টুকরো সোনার বাংলা ৷
তুমি পারো বলতে দিব্ধাহীন কন্ঠে,
বঙ্গবন্ধু মানে স্বাধীনতা !  


পল্লীবন্ধু তুমি,
জিয়াউর রহমানের স্বপ্নের বাস্তবতা ৷
যার অকাল মৃত্যুতে,
এগিয়ে চলা বাংলাদেশ পিছিয়ে পড়ে ৷
তুমি এসে শক্ত হাতে ধরলে খুঁটি,
শুরু হলো সার্কের পথচলা ৷
তুমি পারো বলতে দিব্ধাহীন কন্ঠে,
বহুদলীয় গণতন্ত্র মানে শহীদ জিয়া !
  -------------------
রচনাকাল ১১/০৬/২০১৩ ইং
নিউ ইয়র্ক ৷