আমার বাবার মুখে আমি,
শুনেছি এক গান।
পল্লী বন্ধু ছিলেন একদা,
তিনি ছিলেন মহান।
সুখে-দুঃখে কৃষকেরা,
পেতেন তাকে কাছে।
দূর্দিনেতে চুটে আসতেন,
গরীব-দুঃখির মাঝে।
উন্নয়নের চেতনা ছিল,
ছিল সবার প্রাণ।
আমার বাবার মুখে আমি,
শুনেছি এই গান।
পল্লী বন্ধু ছিলেন একদা,
তিনি ছিলেন মহান ।
——————————————
রচনাকাল ২০১২ ইং
নিউ ইয়‍র্ক