গত পাঁচটি বসন্ত কেটে গেছে,
অবহেলায় অবলীলায়  !
শুধু অপেক্ষা করেছি,
আজকের এই শুভ ক্ষনের শুভ দিনের !
এই শুভদিন যদি
আরও একটি বছর আগে আসতো
তবে এমন কি ক্ষতি হত  ?
এই মূল্যবান দিনটির জন্য-
আরেকটি মূল্যবান সম্পদ,
আমার জীবন থেকে হারিয়ে গিয়েছে !
যাহা আমায় প্রতিটি ক্ষণে-ক্ষণে কাঁদায় !
মাঝে-মাঝে এখনো স্বপ্ন বুনি,
হারিয়ে যাওয়া রত্ন টাকে ফিরে পেতে !
এখনো আকাশের তারা গুনি
সে ফিরে আসবে বলে ৷
যেই দিন তারা গণনা শেষ হবে,
সেই দিন হয়তো প্রতিক্ষা ও কেটে যাবে !
শুধু আলোকিত দিন টাকে দিয়ে কি হবে ?
যদি রাতের আঁধার না আসে !
আবার অন্ধকার রাত দিয়ে কি হবে ?
যদি কেউ মোর পাশে এসে -
আলো চড়িয়ে আমার বদন খানি,
আলোকিত না করে !
আজকের যে সফলতার সার্থকতা-
লুকিয়ে আছে গভীর তিমিরে  !
যদি কেউ না আসে ঘুম ভাঙ্গাতে,
তাহলে এই ঘুমিয়ে স্বপ্ন দেখার-
কি মানি আছে ?
বিধি একটা-একটা সফলতা দিয়ে-
পূর্ণ করে দাওনা মোরে !
তবেই আমি সুখী হবো,
তোমার এই অন্ধকারাচ্ছন্ন  পৃথিবীতে !
------------------------
রচনাকাল ৫/০৬/২০১৪ ইং
নিউ ইয়র্ক