মনে পড়ে তোমার শেষ চুম্মনের কথা ?
আমাকে বললে এসো-
আমার বাড়ির আঙ্গিনায়,
তোমাকে এক পলক দেখবো ৷
যথারীতি আমিও গেলাম,
তুমি দূর থেকে জানালায় উকি মারলে-
আর আমাকে দেখলে ৷
আমি তোমাকে বললাম,
জান একটু আসো-
তোমাকে কাছ থেকে দেখবো ৷
তুমি বার-বার না করলে আসবেনা বলে !
কিন্তু আমার করুন আর্তনাদ-
তোমাকে চার দেওয়ালে বন্ধি রাখতে পারেনি ৷
তুমি স্থির থাকতে পারলেনা !
ছুটে এলে তোমার সদ্য ত্যাগ করা মানুষটির কাছে ৷
আমি তোমার কমল হাতের পরেশে,
নিজেকে ধন্য করলাম ৷
তোমাকে কাছে টেনে এনে,
তোমার মায়াময়ী মুখে-
একটি হিমেল চুম্মন একে দিলাম ৷
তোমাকে বললাম আমাকে দিবেনা ?
আর দেরী নয় !
কাছে এসে আমার গালে-
সেই শেষ চুম্মন একে দিলে !
মন শিহরিত হলো,
তোমার নরম কমল ঠোটের স্পর্শে ৷
আজও আমি সেই শেষ চুম্মন নিয়ে-
স্বপ্ন দেখি তুমি আসবে ফিরে !
আজও আমি সেই মুহূর্ত কে-
আলিঙ্গন করি তোমায় পাবো খুঁজে !
আজও আমি গভীর প্রতিক্ষায়-
প্রহর গুণি তোমাকে আগের চেয়ে
বেশি ভাল বাসব বলে ৷
----------------------
রচনাকাল ০২/২৪/২০১৪ইং
নিউ ইয়র্ক ৷