নিরবে নিবৃত্তে অনাহারী,
ক্ষুদায় করি চটপট !
কে আছে দেখার বল ?
মায়ের তৃষ্ণা আমাকে,
বার-বার দংশন করে ৷
মায়ের স্নেহ ভালবাসা,
মায়ের সান্নিধ্য একটা মানুষের জীবনে-
কত যে আনন্দের বার্তা ভয়ে আনে ৷
যার মা কাছে নেই সে বুঝে !
আমিও তাদের একজন !
প্রতিদিন মাকে মনে পড়ে,
ক্ষুদায় যখন কাতর আমি ৷
কেউ তো আর মায়ের মত-
আদর করে ডাকেনা,
বাবা আয় খেতে আয় !
অন্যের মা তো আর আমার মা নই !
যে আমার মুখের পানে তাকালে বুঝবে-
আমি ক্ষুদার্ত !
বা কোন কারণে না খেয়ে থাকলে,
আমার শিয়রে এসে-
খাওয়া নিয়ে দাঁড়িয়ে থাকবে !
আমার মাথায় হাত বুলিয়ে বলবে
বাবা উঠ না খেয়ে থাকেনা !
প্রতিটি মা কেন একই রকম হয়না ?
মা শব্দটি তো ডাকলে-
একই রকম মনে হয় !
তবে কেন এই বৈষম্য ?
কেন নিজের ছেলেকে-
দুই চোখ দিয়ে দেখে !
অন্যের ছেলেকে-
এক চোখ দিয়ে দেখে ?
কি অপরাধ আমি নামক-
এই অসহায় ছেলেটির ?
কোথায় গেলে মায়ের পরিপূর্ণ মমতা-
স্নেহ, আদর, ভালবাসা খুঁজে পাবো ?
কোথায় গেলে মায়ের-
মমতার আঁচলের সংস্পর্শে
নিজেকে ধন্য করতে পারবো ?
কোথায় গেলে মায়ের অশ্রু জলে-
নিজেকে সিক্ত করতে পারবো ?
আমি সেথায় যেতে চাই !
আমি শেষ নিশ্বাস ত্যাগ করতে চাই,
আমার মায়ের অতুলনীয় ভালবাসার-
নিল আঁচলের ছায়া তলে !
তাহলে যে মরেও শান্তি পাবো ৷
-----------------------
রচনাকাল ১১/০৬/২০১৪ ইং
নিউ ইয়র্ক ৷