তোমার একটু সংস্পর্শে যে-
শান্তি নেমে আসে,
মরুভূমি নামক আমার এই খোলা বুকে ৷
ফেটে চৌচির হয়ে যাওয়া বুকের জমিন,
তৃষ্ণার্ত হয়ে তোমাকে কাছে ডাকে ৷
হঠাৎ তুমি হাজির হলে চৈত্রের খরতাপে
এক পশলা বৃষ্টি নিয়ে ৷
আমি ফিরে পেলাম নতুন জীবন,
নতুন স্বপ্ন, নতুন দিগন্ত !
গত রাতে এক মুহুর্তের জন্য ঘুম আসেনি,
শুধু তোমার আগমনী ক্ষণ-
আমাকে উৎফুল্ল রেখেছে ৷
তোমার মধুর স্পর্শ আমার দু-চোখের-
ঘুম কেড়ে নিয়েছে,
আমি হারিয়ে গেছি বিশ্বাসের ওই-
গভীর সমুদ্রে !
হাতড়ে বেড়িয়েছি সারা রাত তোমাকে ,
পেতে চেয়েছি আমার বাহু ডোরে ৷
স্বপ্ন বিলাসীরা স্বপ্ন বিলিয়েছে,
আমি তোমায় খুঁজেছি বাস্তবতায় ৷
হয়তো একদিন খুঁজেও পাব তোমায় !
তুমি আমি হারিয়ে যাবো এক অস্তিত্ব হয়ে,
দূর কোন এক শহরের জনশূন্য-
অচেনা জায়গায় ৷
তুমি আমায় ছাড়া কিছু খুঁজবেনা,
আমি তোমায় ছাড়া কিছু বুঝবো না ৷
প্রতিদিন নতুন-নতুন আলিঙ্গনে মত্ত হবো,
সুখের শেষ কোথায়-
দুই জন মিলে খুঁজবো আলো নিভিয়ে ৷
পথ হারানো দুটি দেহ আবার-
এক পথ ধরে পাড়ি দিবো দূর অজানায় !
ভালবাসার অথৈ সাগরে সাঁতার কাটবো,
আমি তুমি যত দিন এই দেহে প্রাণ রবে ৷
শক্ত করে ধরে রাখবো তোমায়,
আমার বুকের পাজরে ৷
কেউ কেড়ে নিতে পারবেনা তোমায় আর-
আমার বুকটা শূন্য করে ৷
------------------------
রচনাকাল ১৯/০৬/২০১৪ ইং
নিউ ইয়র্ক ৷