আজ আর আমার কোনো স্বপ্ন নেই !
যাকে নিয়ে রাত-দিন স্বপ্ন দেখতাম,
সে আজ অন্যের ঘরণী !
আমি আজ পঙ্গু এক পথ হারা পথিক !
মা , মাগো ?
তুমি কি দেখতে পাও -
তোমার অসহায় ছেলের এক বুক বোবা কান্না ?
মা এই মুহুর্তে মনে হচ্ছে-
এই পৃথিবী বড় স্বার্থপর !
তুমিও অভিমান করে-
অসুস্থ হয়ে বিছানায় মৃত্যু যন্ত্রনায় কাতরাচ্ছ !
আর আমার দেহের আত্মা টাও -
আমায় একা রেখে ,
সামান্য কিছু অর্থের কাছে নিজেকে সুপে দিল !
মা কত মিনুতি করেছি তার হাত ধরে
আমাকে ছেড়ে যেওনা !
মা কত চোখের পানি ফেলেছি
তার বুকে মাথা রেখে !
আমার একদিনের চোখের পানিতে-
তার বুক ভেসে যেত !
তার পর ও তাকে ফিরাতে পারিনি !
মা তুমি বল ?
এখন আমি কি ভাবে বাঁচবো?
...................................