১৬ই জানুয়ারী,
তুমি আমার জীবন থেকে কেড়ে নিয়েছ-
টাকা নয়, পয়সা নয়,আমার অমুল্য সম্পদ,
আমার প্রিয়তমা কে !
১৬ই জানুয়ারী,
তুমি আমার জীবনের কালো একটি দিন !
বহু কষ্টে,বহু ত্যাগে,
যাকে আমি আপন করে পেয়েছি !
তুমি তাকে কেড়ে নিয়েছ -
আমার কলিজায় ছোবল মেরে,
বল কাকে নিয়ে বাঁচব আমি ?
আল্লাহ যারা আজ আমাকে-
এই কঠিন উত্তপ্ত মরুর বুকে দাঁড় করিয়ে ,
সুখের শীতল উষ্ণ বাসর সাজিয়েছে  !
যারা আমার কাছ থেকে ,
আমার প্রাণ প্রিয় প্রিয়তমাকে কেড়ে নিয়েছে-
তাদের আশার মধ্য খানে
বিজলীর ন্যায় গজব নাজিল কর !
আল্লাহ তোমার কুদরতি হাতে-
আমাকে এই পৃথিবী নামক গজব থেকে পরিত্রান দাও !
আমি অনেক পাপী একজন বান্দা ,
না হয় আমাকে এত বড় শাস্তি দিতে না !
আল্লাহ আমি অসহায় এক যুদ্ধা,
তাকিয়ে-তাকিয়ে তোমার-
খাদিমের দৃশ্য অবলোকন করছি !
আমার বুকের সীমানা ভেঙ্গে-
চুরমার করে অন্যের অন্যায় আবদার কে,
পরিপূর্ণতা দিচ্ছ !
জানিনা এই ভাঙ্গা গড়ার পিছনে-
তোমার কি এমন রহস্য লুকিয়ে আছে ?
আল্লাহ যদি তাকে আমার কাছ থেকে কেড়ে নিবে,
তবে কেন মিছে বাঁধনে আমাকে জড়ালে ?
আল্লাহ আমি তো তাহাকে-
বুকে নিয়ে বাকি জীবন কাটাতে চেয়েছি,
হারানোর জন্য নয় !
আল্লাহ ওই নর পিশা‍র্চ কে-
আমার সব কিছু জানানোর পর ও
সে আমার কাছ থেকে
আমার হৃদয়ের আত্নাকে আলাদা করে
জোর পূর্বক নিয়ে গিয়েছে,
তুমি এর উপযুক্ত বিচার করিও !
আমি তোমার দরবারে বিচারের নালিশ করলাম !
তুমি দয়া কর আল্লাহ তুমি দয়াবান !
তোমার বিচার সর্ব শ্রেষ্ঠ বিচার,
আর আমি তোমার বিচারের অপেক্ষায় রইলাম !
-----------------------------------------