সুপ্রিয় অনুপমা,
আজ থেকে তোমায় ভুলে যাবো !
এর পর তোমাকে নিয়ে চিন্তা করাও,
আমার জন্য পাপ হিসাবে গণ্য হবে !
কারণ তোমার আমার মধ্যে-
এখন আর কোনো সম্পর্ক আছে বলে মনে হয়না,
তুমি নিজে সেই সম্পর্কের ইতি টেনেছ !
যদিও তাহা ইসলাম অনুমোদন করেনা !
আজ মনে করবো -
আমি ভালবাসার কঠিন যুদ্ধে হেরে গেছি ,
তুমি জিতে গেছো !
আসলে হেরে যাওয়া আমার জীবনের একটা অংশ !
আল্লাহ হয়তো আমাকে হারাতে ভালবাসেন !
তাই এত কিছুর পর ও তোমাকে জিতিয়ে দিয়েছে !
শোকর আল্লাহর দরবারে !
যতদিন আল্লাহ চেয়েছে-
ততদিন আমার কাছে ছিলে,
এটাই বাস্তবতা !
তুমি যদি আমাকে ভুলে -
অন্যের ঘরের ঘরণী হয়ে সুখে থাক,
আমি শত কষ্টে থাকলেও আমি সুখী !
আর যদি কষ্টে থাক,
ধরে নিও এটা তোমার নিয়তি !
কারণ বেশি সুখে থাকার জন্য-
আমাকে ছেড়ে পালিয়েছ !
যদি কোনো দিন আমাকে-
ক্ষমা করতে পারো,
তবে শেষ বারের জন্য আমাকে দেখে যেও-
এবং ক্ষমা করে দিও !
আর লুকোচুরি করে তোমাকে থাকতে হবেনা !
আগের মত চলা ফেরা করিও !
আমি তোমাকে দেখলেও কথা বলবনা-
যদি তুমি বলতে না চাও !
আর তুমি যদি মনে কর -
আমার কাছ থেকে বিদায় নিবে ?
তাহলে এসো একদিন,
আমি তোমাকে হাসি মুখে বিদায় জানাবো !
তুমি যে খানে যেতে চাও চলে যেও !
আমার আর কোনো আপত্তি থাকবেনা !
আর কোনো দিন তোমার দাবী নিয়ে-
তোমার সামনে দাঁড়াবো না !
অনেক কষ্ট দিয়েছি তোমাকে,
বিনিময়ে তুমি আমাকে সুখ দিয়েছ !
কৃতজ্ঞ তোমার প্রতি !
তোমার আচরণে-
আমি অনেক খুশি অনেক সুখী !
পারলে আমাকে-
শেষ বারের মত ক্ষমা করে দিও ৷
ইতি তোমার অভিশপ্ত একজন !!
-----------------------------