চেতনার প্রদীপ জ্বেলেছে-
তরুণ সমাজ,
নেমেছে তারা মাঠে ।
মাগো তুমি দোয়া কর,
জয় হয় যেন তাতে ।
এই যে তাদের প্রাণের দাবী,
রাজাকারের সাজা ।
কোন রকম সমযোতা,
মানবেনা তাহারা ।
সাবাগ চত্তরে আবার দিচ্ছে,
আরেকটি যুদ্ধের ডাক ।
জামাত শিবির পালিয়ে যাও,
তোমরা এখনো নাপাক ।
এবার নেমেছে তরুণ সমাজ,
কলঙ্ক গুছাবে বাংলার ।
বাংলা ছেড়ে যাও চলে,
আর পাবে না পার !
একটি মাত্র দাবী তাদের,
রাজাকারের ফাঁসি ।
একাত্তরে যারা ছিল,
পাক বাহিনীর বাঁশি ।
তরুণ সমাজ আজ একত্রিত,
এসেছে রাজপথে ।
মাগো তুমি দোয়া করো,
জয় হয় যেন তাতে ।
—————————————————
রচনাকাল ০৭/০২ ২০১৩ ইং
নিউ ই‍য়‍‍র্ক