রোজা রেখে সোজা হয়ে,
এসো মুমিন বান্দা ৷
চল-চাতুরী চলবেনা আর,
করে এ সব ধান্দা ৷
রোজার সাথে নামাজ ধর,
পাপের বোঝা হালকা কর ৷
যেতে হবে কবরেতে,
হতে হবে বাসিন্দা ৷


মাফ চাইলে মাফ পাইবে,
এই মাসের ভিতরে ৷
রহমতেরী দরজা খোলা,
তোমারি তরে ৷
প্রথম ভাগে রহমত দিয়ে,
পরিক্ষা নিলে ৷
কে,কি ভাবে রোজা রাখে,
তুমি দেখিবে ৷
পবিত্রতা রক্ষা করে-
বেশি-বেশি কান্দো,
ওরে মুমিন বান্দা ৷
যেতে হবে কবরেতে,
হতে হবে বাসিন্দা ৷


পানা চাইবার এইতো সময়,
দিলেন সয়ং আল্লাহ ৷
নাজাত নিয়ে জান্নাতি হও,
খোল মনের তালা ৷
কর যদি নেকি তুমি,
পবিত্র এই মাসে ৷
এক নেকিতে সত্তর নেকি,
পাবে অনায়াসে ৷
বেশি-বেশি আমল কর,
এই সুযোগ আর পাবেনা ৷
দেখতে-দেখতে দিনের আলো,
নেমে আসবে সন্ধা ৷
রোজা রেখে সোজা হয়ে,
এসো মুমিন বান্দা ৷
-------0------
রচনাকাল : ১০/০৭/২০১৩ ইং
নিউ ইয়র্ক ৷