এ-জনমের পরে,
আরেকটি জনম পড়ে আছে ৷
এ --- জ-ন-মে,
যাহা কিছু কর ৷
হিসাবের খাতা তৈরী কর !
ভালো কিছু করিলে,
না-জা-ত  পাবে কবরে ৷
মন্দ কিছু করিলে,
ন-র-কে ফেলিবে ৷


পর  জ-ন-মে,
তোমাকে,আমাকে ৷
হিসাবের কাঠ গড়ায়,
দাঁড়াতে হবে ৷
এ- দুনিয়ার ফাঁকি বাজি,
চলিবেনা ঐ আদালতে ৷
এ-জনমের পরে,
আরেকটি জনম পড়ে আছে ৷
এ --- জ-ন-মে,
যাহা কিছু কর ৷
হিসাবের খাতা তৈরী কর !
ভালো কিছু করিলে,
না-জা-ত  পাবে কবরে ৷
মন্দ কিছু করিলে,
ন-র-কে ফেলিবে ৷


পূন্য  ক-রি-লে,
ধন্য হবে ৷
বেহেস্তে যাইবে,
হাসিতে-হাসিতে ৷
ওকালতি করিবে,
নবী মুহাম্মদ (সঃ)-
সে দিনের ঐ আদালতে ৷
এ-জনমের পরে,
আরেকটি জনম পড়ে আছে ৷
এ --- জ-ন-মে,
যাহা কিছু কর ৷
হিসাবের খাতা তৈরী কর !
ভালো কিছু করিলে,
না-জা-ত  পাবে কবরে ৷
মন্দ কিছু করিলে,
ন-র-কে ফেলিবে ৷
---------------
রচনাকাল :  ১৪/০৬/২০১৩ ইং
নিউ ইয়র্ক ৷‍