অপরিচিত আবেশে এসে,
যেতে পারিনি আমি ঈদের জামাতে।
রোজা রেখেছি বন্ধি থেকে,
ভাসনা ছিল যাবো ঈদ গাঁহেতে।
প্রভাতে ঘুম থেকে উঠে,
ফজরের নামাজ আদায় করে।
যখনি ভাবি আজ ঈদ,
আনন্দে মন ভরে উঠে !!
যদিও আপন জনেরা,
আমার থেকে অনেক দূরে।
রোজা রেখেছি একটি মাস ধরে,
যতই কষ্ট হউক এই হৃদয়ে।
ঈদের জামাতে যে,
আমাকে যেতেই হবে।
এক-এক করে মাস যাবে,
বছরের শেষ প্রান্তে এসে-
আবার রোজা পাবো ফিরে।
সেই সৌভাগ্য আমার,
নাও হতে পারে।
এই ভেবে যাই,
পূত পবিত্র হতে।
গোসল শেষে অজু করে-
পুরাতন এক পোষাক পরে,
নামাজের অপেক্ষায় আছি চেয়ে।
হঠাৎ একজন দারোয়ান এসে,
ডাক দিল নামাজ বলে।
আমি যাওয়ার চেষ্টা করি,
যেতে দিলনা সে আমাকে !
প্রতিবন্ধকতা সৃষ্টি হলো,
সাদা কাগজে আমার,
নাম নেই বলে।
দুঃখে আমার চোখের পানি,
বৃষ্টির ন্যায় ঝরে পড়ে।
মাগো, আমার দুঃখের দিনে,
কে দিবে আমার আঁখি মুচে ?
--------------------------
রচনাকাল-২০০৯ ইং


বিঃ দ্রঃ- আজ ২০০৯ সালের কথা খুব মনে পড়ছে সেই দিন আমার জন্য ঈদ ছিলনা শুধু চোখের পানি ফেলেছি ! এবং এই কবিতা সেই দিনের দুঃখের অশ্রু দিয়ে লেখা বাস্তব চিত্র ! তাই আজ আমার সকল বন্ধুদের উম্মুক্ত ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ! ধন্যবাদ