পল্লীবন্ধু উপাধি দিয়েছে তোমায়,
বাংলার আপামর জনতায়।
তারা আজও ভাবে তোমায় নিয়ে,
দেখতে আবারও ক্ষমতায়।


তোমার প্রাণের বাংলাদেশটা,
কেন জানি আজও দুকে-দুকে কাঁদে ?
যোগ্য শাষক পাবে কবে আবার,
এখনও অপেক্ষার সাজে ।
আর কত কাল ক্ষুদা নিয়ে,
বলো দাঁড়িয়ে থাকা যায় ?
পল্লীবন্ধু উপাধি দিয়েছে তোমায়,
বাংলার আপামর জনতায়।
তারা আজও ভাবে তোমায় নিয়ে,
দেখতে আবারও ক্ষমতায়।


পনের কোটি মানুষ যদি,
সোনার বাংলার বিবেক হয়।
তবে কেন আজ তোমার বাংলা ?
নিদ্রাহীন ক্রন্দনে রয়।
তোমার মত যোগ্য ব্যাক্তি,
কেন থাকতে হয় অপেক্ষার পর অপেক্ষায় ?
পল্লীবন্ধু উপাধি দিয়েছে তোমায়,
বাংলার আপামর জনতায়।
তারা আজও ভাবে তোমায় নিয়ে,
দেখতে আবারও ক্ষমতায়।


সকলের প্রতি কর আহ্বান,
আর থেকোনা ঘুমিয়ে।
বাংলাদেশকে জাগিয়ে তুলো,
আরও একবার তোমার চিৎকারে।
তুমি পারবে ইনশা-আল্লাহ,
এই দেশটাকে করতে রুপান্ত্রিত-
উন্নত দেশ সিংগাপুর কিংবা মালোশিয়ায়।
পল্লীবন্ধু উপাধি দিয়েছে তোমায়,
বাংলার আপামর জনতায়।
তারা আজও ভাবে তোমায় নিয়ে,
দেখতে আবারও ক্ষমতায় ।
.....................................


আমার প্রিয় বাংলাদেশ ও মহামান্য নেতাকে নিয়ে আমার এ সামান্য লেখা কবিতা আকারে আপনাদের সকলের সমীপে পেরন করিলাম। যদি আমার এ দেশপ্রেম, দেশের প্রতি ভালবাসা একটুখানি আপনাদের মনকে নাড়া দেয় তাহলে আমি খুশি হবো।
                       ----------মোঃ লুৎফুর রহমান


তাং ২৫/০২/২০১২ ইং