বাংলাদেশের রাজনীতিতে,
আমরা অনেক নেতা দেখেছি !
প্রতিশ্রুতি দিয়ে, রায় কেড়ে নিয়ে,
তারা বিজয়ের হাসি হেসেছে !
প্রশ্ন হলো তাদের থেকে-
আমরা কি পেয়েছি ?
এ-দেশে অশান্তির ছায়ায়,
মানুষ খুঁজে মানবতা কোথায় ?
দেশ বাঁচাবার অঙ্গিকার,
হাজার বার আমরা শুনেছি !


আমাদের কেহু বঙ্গবন্ধু হয়ে,
স্বাধীনতা রক্ষা করবে ৷
মওলানা ভাসানীর বিপ্লবী কন্ঠে,
জনতার সামনে জেগে উঠবে ৷
মুক্তির সংগ্রামে,
দিন বদলের শপথ নিয়ে-
পথচলা শুরু হোক আজ থেকে ৷
শান্তি আনবো বাংলাদেশের মাটিতে,
পূনরায় বিজয়ের শপথ নিয়েছি ৷


শহীদ জিয়ার মাতৃভূমিতে,
একদিন আঁধার কেটে যাবে ৷
পল্লীবন্ধুর সংগ্রামী চেতনায়,
বাংলাদেশের মাটি-
উন্নতির জোয়ারে বাসবে ৷
হাসবে এ-দেশের জনতা,
আবার সতেজ হবে সকাল বেলা ৷
স্বপ্নিল সুর্যের হবে উদয়,
সেই সু-সংবাদ আজ জেনেছি ৷
   ------------------
রচনাকাল ০৩/০৫/২০১৩ ইং
নিউ ইয়র্ক ৷