চাইনা আওয়ামী লীগ !
চাইনা বি এন পি !
গণতন্তের নামে
এরা করে দোকাবাজি !
হরতাল, মিছিল-
জ্বালাও-পোড়াও,
এদের কারসাজি !
মানুষের চোখে দোকা দিয়ে
করে রাজনীতি !
পথচারি হত্যা করে !
কত মায়ের বুক করে খালি
এরা দেশ প্রেমিক নই
এরা সর্বনাশী !!


এরা নীতি বিবর্জিত !
এরা কাল নাগিনী !
এরা মানুষের শত্রু !
এরা রাক্ষুসিনী !
এদের ভুলে প্রতিনিয়ত-
প্রাণ হারায় ,
কত গরিব দুঃখি !
এদের মন্ত্র-
শুধু পরিবার তন্ত্র!!
দলের মধ্যে বজায় থাকুক
শুধু তাদের মূলনীতি !!
চাইনা আওয়ামী লীগ !
চাইনা বি এন পি !
গণতন্তের নামে
এরা করে দোকাবাজি !
হরতাল, মিছিল-
জ্বালাও-পোড়াও,
এদের কারসাজি !
মানুষের চোখে দোকা দিয়ে
করে রাজনীতি!
পথচারি হত্যা করে !
কত মায়ের বুক করে খালি
এরা দেশ প্রেমিক নই
এরা সর্বনাশী!!


এরা কেউ করে
ভারতের দালালী !
কেউ আবার
পাকিস্তানের পুজারী !
এই জন্যা কি আমরা ?
জীবন দিয়ে -
এ-দেশ স্বাধীন করেছি !
এই যদি হয় সভানেত্রী !
এই যদি হয় দেশনেত্রী
দরকার নেই আমাদের
স্বার্থপর দেশ প্রীতি !!
চাইনা আওয়ামী লীগ !
চাইনা বি এন পি !
গণতন্তের নামে
এরা করে দোকাবাজি !
হরতাল, মিছিল-
জ্বালাও-পোড়াও,
এদের কারসাজি !
মানুষের চোখে দোকা দিয়ে
করে রাজনীতি !
পথচারি হত্যা করে !
কত মায়ের বুক করে খালি
এরা দেশ প্রেমিক নই
এরা সর্বনাশী!!
----------------------
রচনাকাল ০৯/১২/১২ ইং