ভালবাসা তুমি মর্মস্পর্শী গভীর মমতার কেন্দ্রস্থল !
তোমার মায়া জালে আটকে গিয়ে আজ অসহায়-
বিমর্ষ এক পথ ভুলা পথিক আমি ৷
ভালবাসা তুমি ছলনার এক বিশাল পাহাড় !
তুমি পর্বতময়,হিমালয় হয়তো তার চেয়ে অধিক বড়
তোমার চত্র ছায়ায় আমার আমিত্বকে বিসর্জন দিয়েও
পারিনি উঠতে শেষ চূড়ায় ৷


ভালবাসা তুমি কি সত্যি ভালবাসা ?
নাকি কিছু মুহর্তের জন্য কাছে পাওয়া !
নাকি শরীরের স্পর্শ পাওয়ার অমিয় ক্ষুদা !
নাকি স্বার্থকে আলিঙ্গন করে কেটেপরা !
নাকি মোহ মন নোংরা চক্ষু দৃষ্টি-
চরিতার্থ করে হারিয়ে যাওয়া !


ভালবাসা তুমি কি হৃদয়রে দেওয়ালে নাম লিখিয়ে-
অভিনেতা অভিনেত্রীর ন্যায় অভিনব অভিনয় করা ?
নাকি দেহ মন অশান্তির দাবানলে নিক্ষেপ করে-
চিরতরে নিস্পেষিত হওয়া !
নাকি বেদনার বালুচরে উত্তপ্ত মুরুভুমির বুকে-
জীবন্ত আত্মাকে সমাধিস্থ করা !


ভালবাসা তুমি কি আত্মার আত্মীয়-
দেহ,প্রাণ উজাড় করা বিনম্র শ্রদ্ধা ?
নাকি ঘৃনা ভরা আগুনের ফুলকি !
নাকি অভিশপ্ত দুটি দেহের আত্মার মিলন !
নাকি তুমি হিনা অন্ধের মত-
নিস্প্রাণ অতিথি হয়ে বেঁচে থাকা !
শুধু মিনুতি তোমার কাছে,
শেষ বারের মত কাছে এসে আমায় শুধাও ৷
---------------------------------------
রচনাকাল ০৯/১০/২০১৪ ইং
নিউ ইয়র্ক ৷