একটি রাতের কথা কি মনে পড়ে ?
আমি আসছি তোমার সন্নিকটে,
খবর পেয়ে তুমি রয়েছো সেঝে গুজে ৷
মোবাইলের কম্পনে তোমার-
স্তব্ধ বুক জানান দিল,
এসেছে তোমার বসন্তের কুকিল ৷
মা বাবা শুনবে বলে,
ফিস্ ফিস্ করে বলতে কথা-
আমার সাথে ৷
কোথায় গো তুমি ?
আমি যে এখনো জেগে-
তোমার আলিঙ্গন পেতে ৷
আমাকে এগিয়ে নিতে,
এসে তোমার পুকুর পাড়ে ৷
পিঁপড়ার মত তুমি আগে,
আমি তোমার পিছে-পিছে ৷
আমাকে চৌকিতে রেখে,
দরজা বন্ধ করে আলো নিভিয়ে-
তোমার অগ্নি শরীরে,
আমাকে জড়াতে ৷
বস্রহীন দুটি দেহ-
সারা রাত একিভূত হয়ে,
ভোরের কিচির-মিচির আওয়াজ শুনতো ৷
আমাকে বলতে ওগো উঠোনা,
তুমি যাবেনা তোমার কর্মস্থলে ৷
আযান হয়েছে,
বাবা গেছে বাড়ীর পাশের মসজিদে ৷
তুমি কাপড় পরে নাও,
আমি যাচ্ছি দরজা খুলতে ৷
এবার এসো তুমি,
আমি যাব তোমায় এগিয়ে দিতে ৷
আমার পিছে-পিছে পুকুর পাড়ে-
জড়িয়ে ধরে আদর দিতে,
আমার চোখে,মুখে,কপালেতে ৷
হঠাৎ করে বলতে আমায়,
বন্ধ কর তোমার আঁখি ৷
নব বধুর সাঝে আমায় করবে সালাম,
এই নিয়তে ৷
সালাম দিতে পাও ছুয়ে,
আজ কি ভাবে এত সব স্মৃতি-
এত সহজে ভুলে গেলে ?
---------------------------
রচনাকাল ১১/১০/২০১৪ ইং
নিউ ইয়র্ক ৷