ওগো তুমি আজ আসবে কি ?
মা গেছে নানার বাড়ী,
বাবা গেছে ঢাকাতে ৷
বাড়ী আজ একেবারে ফাঁকা,
তোমার আসার অপেক্ষাতে ৷
যদি তুমি আসো-
আমি সাঝবো তোমার সাঝে,
বসে-বসে পালংকে জানালার পাশে ৷
আমার সম্মতি পেয়ে,
তুমি স্বপ্নের ঘোরে হারিয়ে যেতে ৷
রঙিন স্বপ্ন, রঙিন আশা-
ফুটে উঠতো তোমার,
মেহেদী রাঙ্গা হাতে ৷
চরম সুখে বিমোহিত হতে,
আমি আসা মাত্র ঘরে তুলে নিয়ে-
দুঃখ কষ্ট ভুলিয়ে দিবে
এক মুহুর্তের ভালবাসা তে ৷
------------------------
রচনাকাল ১২/১০/২০১৪ ইং
নিউ ইয়র্ক ৷