আমার বিকশিত ভালবাসা,
তোমার নিকট গৃহীত না হয়ে
বিকম্পিত ও বিক্ষিপ্ত অবস্থায়-
নিক্ষিপ্ত হলো ৷
তৎক্ষনাত আমি বিচলিত হয়েছি,
বিখ্যাত ভালবাসা নামক শব্দটি-
তোমার সম্মুখে উচ্ছারিত করে ৷


আমি কখনো ভাবিনি,
আমার ভালবাসা-
নিন্দিত হবে তোমার কাছে ৷
আমার আঁখি দুটি বিগলিত,
তোমার এহেন কর্মে ৷
আমি বিচলিত হয়েছি বার-বার,
আমি বিচ্যুত হতে চেয়েছি-
তোমার প্রেমের সুদা থেকে ৷
তোমার বিস্তৃত ভালবাসা-
একদিন বিতর্কিত হবে,
আলোচিত হবে প্রেমের বাজারে ৷


তাইতো বিগত উদাসীনতা থেকে,
এই অনীহার জন্ম কুৎসিত হয়ে-
চোখের সামনে ভেসে আসে ৷
নিপীড়িত এই মন,
প্রেমময় এই অধ্যায় থেকে-
অবসর গ্রহণ করতে অবনত ৷
আমি বিনীত আকারে,
এই বিপত্তি থেকে মুক্তি দিতে-
বিভক্ত ভালবাসা অতি সুখকর নয় ৷
এমন সম্পর্ক হইতে-
বিরত থাকার উদাত্ত আহ্বান,
বিলম্ব করে হলেও
পৌঁছাতে সক্ষম হলাম সকলের সমীপে ৷


রচনাকাল ১৬/১০/২০১৪ ইং
নিউ ইয়র্ক ৷
---------------------------------