আমি কৌতুহলী ছিলাম,
তোমার কুমারীত্ব দেখে ৷
আমি গর্ববোধ করতাম,
তোমার নৈপুণ্য দক্ষতা-
আর বিচক্ষণতা দেখে ৷
আমরা স্বপ্নে হারিয়ে যেতাম,
পরস্পর আলিঙ্গনে ৷
আমার মন ভরে যেত,
তোমার কোমল হাসিতে ৷
আমি ক্রমাগত হারিয়ে যেতাম,
তোমার বিবস্ত্র  নগ্ন শরীরে ৷
আমি চন্দ্রের সাথে-
তারা খুঁজে পেতাম,
তোমার মুখের পানে দেখে ৷
আমি অনুতপ্ত হতাম,
তুমি কখনো কষ্ট পেলে ৷
আমি আনন্দিত হতাম,
তোমার দেহের আবরণে ৷
আমি সমর্পিত হলাম,
তোমার প্রেমের বাহু ডোরে ৷
আমি উপেক্ষিত হলাম,
তোমার চাহিদার পরি-সমাপ্তিতে ৷
আমি কলংকিত হলাম,
তোমার অবহেলায় পরে ৷
আমি নির্বাসনে গেলাম,
তুমি হারিয়ে গেলে বলে ৷
আমি কেঁদে-কেঁদে যাবো,
শূন্য বিছানায় তোমায় না পেয়ে ৷


রচনাকাল ২১/১০/২০১৪ ইং
নিউ ইয়র্ক ৷
-------------------------