শান্তির জন্য পরিবর্তন,
পরিবর্তনের জন্য জাতীয় পার্টি ৷
যতই থাকুক ভুল-ভ্রান্তি
ক্ষমতা ফিরে পেলে দুয়ে মুছে দিব
সমাজ,রাষ্ট্র, শাসন কার্যের সকল অসঙ্গতি ৷
ফিরিয়ে দিব আইনের শাসন,
করবোনা শাসক  হয়ে তোমাদের শোষণ !
তোমাদের আঁখিপাতে দেখব আবার,
নব সূর্যের আলোক রাশি ৷
হাসবে প্রভাতে ফুলের পাপড়ির নেয়,
আসবে তোমাদের ফিরে অধিকার ৷
অন্যায়,অবিচার,জুলুমের করবো কবর রচনা,
দূর করবো জন-জীবনের সকল ভুগান্তি ৷
শান্তির জন্য পরিবর্তন,
পরিবর্তনের জন্য জাতীয় পার্টি ৷
আবার নতুন করে উম্মোচিত হবে,
পথকলিদের অধিকার ৷
গুচ্ছ গ্রাম আলোকিত হবে নতুন উদ্যমে,
আইনের শাসন নিয়ে যাব-
তোমাদের দোর গোড়ায়
ফিরিয়ে দিব শ্রমিকের সকল ন্যার্য দাবী ৷
তারা হয়ে উঠবে আবার কর্মঠ,
দেশের উন্নতি সাধনের একমাত্র হাতিয়ার  ৷
কৃষক ফলাবে নবান্নের ধান,
আসবে ফিরে মাঠে ময়দানে-
দূর হবে সমস্থ দুঃখ কষ্ট !
শুরু হবে আবার আনন্দের জয়গান ৷
আমরাই পারবো,
এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে ৷
সুখে-দুঃখে মানুষের পাশে এসে দাঁড়াতে,
হিংসা-বিদ্বেষ, হত্যা,গুম  আহাজারি-রাহাজানি
গোছাবো যদি পাই ক্ষমতা ফিরে,
সকল অনিয়ম দুর্নীতি ৷
শান্তির জন্য পরিবর্তন,
পরিবর্তনের জন্য জাতীয় পার্টি ৷


রচনাকাল ১১/১৪/২০১৪ ইং
নিউ ইয়র্ক ৷
------------------------------------