আমি হারাতে চাই,
চির তরে তাহার মাঝে ৷
যে হারাবে আমার মনের,
গহীন বনের বনান্তরে ৷
আমি জ্বালাতে চাই,
আলোর প্রদীপ অন্ধকারে ৷
যে পরাবে মালা,
আমার গলে প্রকান্তরে ৷


যার মনেতে ধরেছে আমায়,
হাত বাড়াব প্রসারিত করে-
পেতে গো তাহায়
অভিনব ভালবাসা নয়,
অবিভূত ভালবাসা দিব  
সেই তো আমার হবে একদিন
সবার অজান্তে ৷


মনের ঘরে রঙ লেগেছে,
মনের বনে ঢং সেঝেছে
আহা কি যে করি হায় !
মেঘ বালিকা উড়ে-উড়ে যায়
ছুঁতে চাইলে পারিনা ছুঁতে
সে যে কেবল দুরে সরে রয় !
তারে একদিন মেঘের আঁভা হয়ে,
ছুঁয়ে যাব লুকান্তরে ৷


রচনাকাল ১৮/১২/২০১৪ ইং
নিউ ইয়র্ক ৷
-----------------------------