তুমি নয়তো আরবের,তুমি নয়তো ভারতের,
পল্লীবন্ধু তুমি,শুধু মোদের বাংলাদেশের ৷
তুমি প্রিয় মাতৃভূমির,
সোনার সন্তান আমাদের ৷
তুমি নয়তো কোন চিহ্নিত সীমানার,
তুমি বিস্তৃত এ-দেশের,জন সাধারণের ৷
তুমি বিকশিত এই লোকালয়ের,
আমাদের মধু মাখা স্বপ্ন-
আর স্বপ্ন মাখা হৃদয়ের ৷


তুমি ছিলে স্বাধীন বাংলাদেশের-
সেনা বাহিনীর অন্যতম প্রধান ৷
তুমি ছিলে পরিচিত সারা বিশ্বের-
সাড়া জাগানো বাংলার শ্রেষ্ঠ সন্তান ৷
তোমার নিকটে উঁচু নিচু-
ভেদাবেদ সকলে সমান-সমান ৷
তুমি ছিলে অশ্র ছাড়া হাতিয়ার-
মোদের বাংলাদেশের ৷
তুমি ছিলে শ্রেষ্ঠ সন্তান,
সন্তান হারা মায়ের ৷
তুমি ছিলে স্বহায়,গরিব,দুঃখি,
অনাহারী আর অসহায়ের ৷
তুমি নয়তো আরবের,তুমি নয়তো ভারতের,
পল্লীবন্ধু তুমি,শুধু মোদের বাংলাদেশের ৷


তুমি ছিলে রাষ্ট্র প্রধান,
স্বাধীন বাংলাদেশের ৷
বাংলার পরতে-পরতে-
তোমার উন্নতির রূপ রেখা,
শত্রু হয়ে হয়েছে তাদের ৷
ওরা আজ তোমায় নিয়ে,
মেতেছে হিংসার যুদ্ধে ৷
ওরা জানেনা তুমি প্রাণ কৃষকের,
তুমি জান শ্রমিকের-
তুমি পল্লী নেতা দুঃখি মানুষের ৷
তুমি নয়তো আরবের, তুমি নয়তো ভারতের,
পল্লীবন্ধু তুমি, শুধু মোদের বাংলাদেশের ৷


রচনাকাল ৩০/১২/২০১৪ ইং
নিউ ইয়র্ক ৷
----------------------------------