আমার কষ্ট আমারি থাক !
আমি চাইনা কেউ আমার অভিশপ্ত জীবনে এসে,
আমাকে নিয়ে উদাসীন থেকে-
নিজেকে পোড়াক !
আমার দুঃখ আমারি থাক !
আমি চাইনা কেউ আমার দুঃখময় জীবনে এসে,
ধুঁকে-ধুঁকে জীবন তরী নিয়ে-
নিজেকে জড়াক !
আমার ভুল আমারি থাক !
আমি চাইনা কেউ আমার ভুলে জীবন খুলে,
হাত দুখানি প্রসারিত করে-
আমার দিকে বাড়াক !
আমার স্বপ্ন আমারি থাক !
আমি চাইনা কেউ আমার দুঃস্বপ্নের সঙ্গী হয়ে,
স্বপ্নহীন বাস্তবতায়-
নিজেকে কাঁদাক !
আমার পথ আমারি থাক !
আমি চাইনা কেউ আমার পথের যাত্রী হয়ে,
ভুলের মাশুল দিতে-দিতে-
নিঃশ্বেস হয়ে যাক !
আমার ঘর আমারি থাক !
আমি চাইনা কেউ আমার ঘরে এসে,
অন্ধকারে আলো জ্বালিয়ে-
আমায় আলোকিত করে
নিজেকে জ্বালাক !


রচনাকাল ০২/০১/২০১৫ ইং
নিউ ইয়র্ক ৷
-------------------------------