ভালবাসার এক দফা দাবী নিয়ে,
আমার সামনে এসে দাঁড়াও ৷
হাত দু-খানি শক্ত করে ধর,
পৃথিবীটাকে রঙ্গিন মনে হবে ৷
সমস্ত একাকিত্ব দূর হয়ে যাবে জীবন থেকে,
যে দিকে তাকাবে শুধু আমাকে খুঁজে পাবে ৷
পল্টনের জনসভায় আমাকেই খুঁজে পাবে,
বক্তিতা রত আমি তোমার সামনে দাঁড়িয়ে ৷
পার্টি অফিসে আমাকেই খুঁজে পাবে,
আড্ডারত এই আমি-
তুমি উম্মুখ হয়ে চেয়ে থাকবে ৷
রাজ-পথেও আমাকেই খুঁজে পাবে,
মিছিলের অগ্র-ভাগে-
স্লোগান তুলছি সু-উচ্চ বজ্র কন্ঠে !
তুমি আমার সাথে স্লোগানে সুর মিলাবে ৷
প্রেস ক্লাবের সম্মুখে মানব বন্ধনেও,
আমাকে খুঁজে পাবে ৷
বেনার,পেস্টুন হাতে নিয়ে,
শান্তি প্রিয় শান্ত ছেলে-
এক কোণে দাঁড়িয়ে আছে ৷
তখনও তোমার উপস্থিতি আমাকেই খুঁজবে !
শহীদ মিনারে গিয়ে আমাকে খুঁজে পাবে,
কাঁক ডাকা সকালে,
আমি ফুল নিয়ে দাঁড়িয়ে আছি-
শ্রদ্ধায় অবনত মাথা নিচু করে ৷
সৃতিসৌধে গিয়ে আমাকে খুঁজে পাবে,
হাজার-হাজার লোকের ভিড়ে !
আমি আনমনে চেয়ে আছি,
স্মৃতি স্তম্বের সু-উচ্চ তীরে ৷
স্বাধীনতা দিবসেও আমাকেই খুঁজে পাবে,
লাল-সবুজের খচিত পতাকা মাথায় বেধে-
দেশ প্রেমে বলিয়ান হয়ে
এই আমি শির উঁচু করে দাঁড়িয়ে ৷
বিজয় দিবসেও আমাকে খুঁজে পাবে,
বিজয়ের আনন্দে আত্মহারা এই আমি
যাদের ত্যাগের বিনিময়ে-
মা,মাটির এই দেশ পেয়েছি !
তাদের নিয়ে ভাবছি,
চোখের কোণে অশ্রু ঝরিয়ে ৷
তাদের কবরের পাশে আমাকে খুঁজে পাবে,
দেশের তরে যারা জীবন দিয়ে গেছে !
কালো বেস পরিধান রত এই আমি,
আল্লাহর দরবারে মুনাজাতে ৷
কবিতার আসরেও আমাকে খুঁজে পাবে,
আমি কবিতা আবৃত্তি করে চলছি
স্মৃতিময় ভালবাসা জড়ানো মুহুর্ত গুলো-
আর তোমাকে নিয়ে,শুধু তোমাকে নিয়ে ৷


রচনাকাল ১৫/০১/২০১৫ ইং
নিউ ইয়র্ক ৷
____________________________