ডাক এসেছে শান্তির মিছিলের,
জ্বালাও-পোড়াও অন্যায়ের বিরুদ্ধে ৷
প্রতিবাদ করতে হবে,
প্রতিরোধ মুখর হতে হবে !
না হয় তারা পুড়িয়ে মারবে ৷
নিরীহ জনতার মুখের আহার কেড়ে নিবে,
ক্ষমতার লোভে নেত্রিদ্বয় অন্ধ-
তাদের দু-চোখ খুলে দিতে হবে ৷
সময় এসেছে উপযুক্ত জবাব দেওয়ার,
এই দেশ থেকে রাক্ষুসী,ডাইনীদের তাড়াবার ৷
এসো সবাই শপথ করি,
শান্তির জন্য বলিয়ান হই ৷
বাহুতে শক্তি সঞ্চয় করি,
এক পাও দু-পাও করে এগিয়ে চলি ৷
শান্তির বার্তা নিয়ে যাই,
শান্তির মিছিলে নাম লিখিয়ে ৷
তবেই তো শান্তি আসবে,
আমাদের ঘরে-ঘরে ৷
আমরাই পারি এই দেশ থেকে অশান্তি তাড়াতে !
শুধু দরকার শক্ত মনোবল,
নোংরা চিন্তার পরিবর্তন-
একটি মহা-মূল্যবান ভোটের প্রয়োগ ৷
তাহলে এই দেশ,আমি,তুমি-
অশান্তির দাবানল থেকে মুক্তি পাবো !
এই দেশে আর রাস্তায় আমার বাবার কষ্টে-
অর্জিত গাড়ি জ্বলবেনা !
গাড়ির ভিতরে আর-
আমার ভাইয়ের জলন্ত দেহ পড়ে থাকবেনা !
আমার বোনের ইস্কুলে যাওয়ার পথ-রুদ্ধ হবেনা
চোখ হারাতে হবেনা অকালে ৷
গার্মেন্টস শ্রমিক না খেয়ে মরবেনা !
অবৈধ অস্রের মহড়া আর দেখতে হবেনা !
দিনে দুপুরে গুলিবিদ্ধ হয়ে,
আমার বন্ধুর রক্তাক্ত লাশ পড়ে থাকবেনা !
আর কোন বোন বিধবার সাজে সজ্জিত হবেনা !
কোন মায়ের খালি বুক-
হাহাকার করে চটপট করবেনা !
আহ্বান করি এসো তরুণ সমাজ-
শান্তির মিছিলের পতাকা তলে,
একটি মাত্র ভোট প্রয়োগে ৷
তাহলে আসবে শান্তি ফিরে,
আমার তোমার এই বাংলাদেশে ৷


রচনাকাল ২০/০১/২০১৫ ইং
নিউ ইয়র্ক ৷
---------------------------------